ইন্ডিয়ান রেলওয়েতে চাকরির বিরাট সুযোগ! জেনে নিন:
আবেদনের তারিখ: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০.০৬.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
র্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://scr.indianrailways.gov.in/ ক্লিক করতে পারেন।
তথ্য:
সংস্থা: | ইন্ডিয়ান রেলওয়ে |
পদের নাম: | জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট |
শূন্যপদের সংখ্যা: | ৩৫ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের তারিখ: | ৩০.০৬.২০২৩ আবেদন পদ্ধতি: প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Secretary to the Principal Chief Personnel Officer & Sr. Personnel Officer (Engineering), Office of the Principal Chief Personnel Officer, 4th Floor, Personnel Department, Rail Nilayam, South Central Railway, Secunderabad, Pin-500025’। আবেদনের যোগ্যতা: জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ওয়ার্কস) (কনস্ট্যান্ট/ওএল)– সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি। বয়স : জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর এবং এসটি বা এসসি প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৮ বছর। নির্বাচন পদ্ধতি: কোয়ালিফিকেশন টেস্ট- ৫৫ নম্বর |